ইসি আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, পক্ষপাতিত্বমূলক কোনও নির্দেশনা নির্বাচন কমিশন থেকে দেবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে। সানাউল্লাহ বলেন, যে সব কারণে দেশে জুলাই অভ্যুত্থান ঘটেছে তার অন্যতম কারণ হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনের নামে প্রহসনের রীতি থেকে বের হয়ে আসতে হবে। মাঠ পর্যায়ের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এসময় ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যে কোনও নির্বাচনের চেয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তবে সবচেয়ে বেশী চ্যালেঞ্জিং এআই’র অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।