Web Analytics

ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল পৌর শহর এখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকে স্তব্ধ। শুক্রবার সকাল থেকেই তার ভাঙাচোরা টিনশেড ঘরের সামনে ভিড় করছেন চেনা-অচেনা মানুষ। কেউ স্মৃতি আওড়াচ্ছেন, কেউ আবার হাদি হত্যার বিচার দাবি করছেন। শোকাহত গ্রামবাসী অপেক্ষা করছেন প্রিয় নেতাকে শেষবার দেখার জন্য।

১৯৯৩ সালে জন্ম নেওয়া হাদি ছিলেন মাওলানা আবদুল হাদি ও তাসলিমা হাদির ছয় সন্তানের মধ্যে কনিষ্ঠ। শৈশব থেকেই প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এলাকাবাসীর কাছে তিনি শুধু একজন কর্মী নন, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে উঠেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাদির শেষ ইচ্ছা ছিল বাবার কবরের পাশে সমাহিত হওয়া। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। গ্রামজুড়ে শোকের পাশাপাশি ন্যায়বিচারের দাবিও জোরালো হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।