Web Analytics

২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবারও বিক্ষোভ অব্যাহত রেখেছেন। তারা জানিয়েছেন, আজকের মধ্যে সরকারি আদেশ জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাবেন। এদিন সচিবালয়ের সামনে জড়ো হয়ে তারা নানা স্লোগান দেন এবং দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান।

এর আগে বুধবার বিক্ষোভকারীরা প্রায় ছয় ঘণ্টা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে তিনি মুক্ত হন। সরকার পক্ষ থেকে সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, বিলম্ব না করে অবিলম্বে ভাতা সংক্রান্ত আদেশ দিতে হবে।

চলমান অচলাবস্থা সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সমাধানে অর্থ মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।