Web Analytics

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার এক বাণীতে তিনি বলেন, রক্ষণশীল সমাজের প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক এবং নারী জাগরণের পথিকৃৎ।

তারেক রহমান উল্লেখ করেন, নারী শিক্ষার প্রসার ও মুসলিম নারীদের আলোর পথে এগিয়ে নিতে বেগম রোকেয়া কঠোর সামাজিক বাধা সত্ত্বেও থেমে যাননি। তার লেখনি সমাজের বৈষম্যকে প্রশ্নবিদ্ধ করেছে এবং নারী স্বাধীনতা ও স্বাবলম্বনের আন্দোলনে প্রেরণা যুগিয়েছে। তিনি বিশ্বাস করতেন, শিক্ষাই নারীর আত্মমর্যাদা রক্ষার প্রধান হাতিয়ার।

বিএনপি নেতা আরও বলেন, বেগম রোকেয়ার আদর্শ আজও নারীদের অনুপ্রাণিত করে। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের সামাজিক অগ্রযাত্রায় তার অবদানকে স্মরণ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।