Web Analytics

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলার পর কেউ আত্মসমর্পণ করেনি। বৃহস্পতিবার নিহতদের স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, ভেনেজুয়েলা পরাধীন নয় এবং আক্রমণের সময় সবাই স্বদেশের জন্য লড়াই করেছেন।

তার এই বক্তব্য আসে এমন সময়ে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন যে নিকোলাস মাদুরোকে সরিয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করছে। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে তিনিই দেশটির দায়িত্বে আছেন এবং ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বহু বছর স্থায়ী হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রশ্নে তিনি মার্কিন উপস্থিতির মেয়াদ সম্পর্কে সরাসরি উত্তর দেননি।

ট্রাম্পের এই দাবি নাকচ করে রদ্রিগেজ পুনরায় বলেন, ভেনেজুয়েলা পরাধীন নয় এবং দেশটি কেবল নিজস্ব সরকারই পরিচালনা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।