রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা-মাকে আটক করেছে র্যাব-২। মঙ্গলবার রাতে আগারগাঁওয়ের কর্নেল গলি এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করে। ফয়সালের বাবা হুমায়ুন কবিরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় এবং মাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে আনা হয়। ফয়সালের বোনের বাসা থেকে একাধিক পাসপোর্ট, চেকবই, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায় ফয়সাল ও তার সহযোগী ১২ ডিসেম্বর সকালে বাসা থেকে বের হয়ে বিকেলে ফিরে কিছু জিনিস লুকিয়ে রাখে। সেই সূত্রে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। হাদি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তিনি ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ছিলেন।
ঘটনার পর থেকে ফয়সাল ও তার সহযোগীদের ধরতে অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।