Web Analytics

সৌদি আরবের জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় ৪ ডিসেম্বর শুরু হচ্ছে পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে রোয়ান আথালের ‘জায়ান্ট’, যা ব্রিটিশ–ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনের অনুপ্রেরণায় নির্মিত। এতে অভিনয় করেছেন আমির এল মাসরি ও পিয়ার্স ব্রসনান। এবারের উৎসবে মোট ১১১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যার মধ্যে ১৬টি মূল প্রতিযোগিতায়—অর্ধেক আন্তর্জাতিক ও অর্ধেক মধ্যপ্রাচ্যের। জুরি বোর্ডের সভাপতি থাকছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার। সৌদি আরবের অস্কার-প্রেরিত ‘হিজরা’ ও চেরিয়েন দাবিসের ‘অল দ্যাটস লেফট অব ইউ’সহ বিভিন্ন দেশের আলোচিত ছবি থাকছে। বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের উপস্থিতি নিশ্চিত হয়েছে। নতুন সিইও ফয়সাল বালতিউরের নেতৃত্বে আয়োজকরা এবার ৪০ হাজার দর্শক আকর্ষণের লক্ষ্য নিয়েছেন। উৎসবে থাকবে আউটডোর সিনেমা, পরিবারকেন্দ্রিক আয়োজন ও তরুণ নির্মাতাদের জন্য ‘ভয়েসেস অব টুমোরো’ উদ্যোগ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।