Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ বা ইসলামের নামে বাংলাদেশকে বিভাজন করা যাবে না। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে সমাবেশে তিনি বলেন, গত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর রাজনীতি চলেছে, যা থেকে বেরিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ রাজনীতি শেষ হয়নি এবং শাসক দল ও বামপন্থিরা দেশকে বিভক্ত রেখেছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, এটি বাংলাদেশের ইতিহাস বিকৃতি এবং অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।

বাংলামোটর থেকে শুরু হয়ে শহীদ মিনারে শেষ হওয়া পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা বলেন, আসন্ন নির্বাচন সংস্কারের নির্বাচন, তাই জনগণকে সংস্কার ও বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।