১৮ ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পিএসসিতে সাতজনকে নিয়োগ দেন। এবার শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া পিএসসির সেই সাত সদস্য। রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া ব্যক্তিরা হলেন: অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, শাব্বির আহমদ চৌধুরী, মো. মুনির হোসেন, অধ্যাপক শাহনাজ সরকার, অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, অধ্যাপক মো. শরীফ হোসেন ও আনোয়ারুল ইসলাম।