বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে। তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থাকে গণতন্ত্রের পথে না রাখা গেলে সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদের চেয়ে দিগুণ হবে। ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য রাজনীতি করতে হবে। আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্রের আইনে সেটা অন্যায়। ধর্মের সঙ্গে রাষ্ট্রব্যবস্থা সাংঘর্ষিক নয়। কিন্তু অপব্যাখ্যা রয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।