বৃহস্পতিবার সুইস কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গণঅভ্যুত্থানের বছর ২০২৪ সালে (১২ মাস) সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা। মূলত, এসব অর্থের বেশিরভাগই দেশের টাকা পাচার করে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে নজিরবিহীন লুটতরাজের ও অর্থ পাচারের ফলে এবং সরকার পতনের আশঙ্কা এবং পতনের পর থেকে দেশ থেকে টাকা সরিয়ে নেওয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।