Web Analytics

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সব কিছুতে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ টানবেন না। আমরা বাংলাদেশকে বর্বর মায়াহীন দেশে পরিণত করতে চাই না। তিনি বলেন, গারো পাহাড়ে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে ধৈর্য আর ব্যবহারের পরিবর্তন আনতে হবে সবার আগে। কারণ পাহাড়ে মানুষের আগে হাতির বসবাস। বন ও হাতির ক্ষতি করলে আমরা বাঁচতে পারব না। আরো বলেন, ইউক্যালিপটাস, আকাশমণি গাছ লাগিয়ে গারো পাহাড়ের পরিবেশ নষ্ট করেছে বনবিভাগ। তিনি এসব গাছ নিধন করে হাতির পরিবেশ উপযোগী গাছ রোপণ করার নির্দেশ দেন!

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।