গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইল ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। ১৩ অক্টোবর দুই ধাপে বন্দি মুক্তির কার্যক্রম সম্পন্ন হয়। প্রথম ধাপে রামাল্লার পশ্চিমে অবস্থিত ওফের কারাগার থেকে প্রায় ২ হাজার বন্দিকে আন্তর্জাতিক রেডক্রসের ব্যবস্থাপনায় বাসে করে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে নেওয়া হয়। দ্বিতীয় ধাপে দক্ষিণ ইসরাইলের নাগেভ কারাগারের ১ হাজার ৭১৮ বন্দিকে গাজার খান ইউনিসে পাঠানো হয়। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন, যাদের অধিকাংশকেই ২০২৩ সালে গাজায় ইসরাইলি অভিযানের সময় গ্রেফতার করা হয়েছিল। বন্দিদের সবাইকে খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বেইতুনিয়া ও খান ইউনিসে শত শত ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানান, যা যুদ্ধবিরতি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে।