নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল দায়িত্ব গ্রহণের পর প্রথমবার জাতীয় ক্রীড়া পরিষদে এসে আগামী দুই মাসের পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি জেলা পর্যায়ে ১৬ দল নিয়ে একটি সুপার লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছেন এবং বাফুফেকে দ্রুত প্রস্তাবনা জমা দিতে নির্দেশ দিয়েছেন।
ড. নজরুল বলেন, অতীতে কিছু ফেডারেশনকে বেশি গুরুত্ব দেওয়া হলেও অনেক জনপ্রিয় খেলা অবহেলিত থেকেছে। তিনি খেলাধুলায় এলিটধারার প্রভাব কমিয়ে সব ধরনের খেলাকে সমানভাবে ছড়িয়ে দিতে চান। পাশাপাশি বিকেএসপির প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অ্যাথলেটদের জন্য অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রয়েছে তার।
তার এই স্বল্পমেয়াদি পরিকল্পনা দেশের ক্রীড়া ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। জেলা লিগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া অংশগ্রহণ ও প্রতিভা বিকাশে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।