হিলিতে অভিযান চালিয়ে অবৈধভাবে প্রায় ২ হাজার টন ধান ও আমদানিকৃত ২শ ৭১ মেট্রিক টন চাল মজুদের অপরাধে মেসার্স মাইক্রো গ্রেইন নামের একটি প্রতিষ্ঠানের তিনটি গুদাম সিলগালা করেছে ভ্রামম্যাণ আদালত। এছাড়াও অবৈধ মজুদের অপরাধে হাকিমপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।