Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনির বক্তব্য চলাকালীন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের নেতৃত্বে সংগঠনের কয়েকজন নেতা তাকে মারতে তেড়ে আসেন। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সকাল পৌনে ১২টার দিকে, যা অনুষ্ঠানের পরিবেশ অস্থির করে তোলে।

সাক্ষীদের বরাতে জানা যায়, রনি তার বক্তব্যে ক্যাম্পাসে বহিরাগত বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির প্রসঙ্গ তুললে মহসিন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে রনি বলেন, যারা বহিরাগত নিয়ে আসার সংস্কৃতি চালু করেছে, তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করে। তিনি সকল ছাত্র সংগঠনের কাছ থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। মহসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে বিদ্যমান উত্তেজনা ও দলীয় প্রভাবের ইঙ্গিত দেয়। প্রশাসন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।