ইরানে পাঁচ ধাপে হামলার পর এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী সীমান্তজুড়ে ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়। সেনাপ্রধান আইয়াল জামির জানান, এই অভিযানের প্রস্তুতি আগে থেকেই চলছিল এবং সব শাখা মিলে নজিরবিহীন প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে তিনি ইরানি প্রতিশোধের আশঙ্কা প্রকাশ করেন। তেহরান জানায়, পারমাণবিক স্থাপনায় হামলার কঠোর জবাব দেবে তারা, এই আগ্রাসন বিনা জবাবে পার পাবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।