গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবন করেছে জিএইউ-১, যা বাংলাদেশের প্রথম লবণসহিষ্ণু গমের জাত। ১২ ডিএস পর্যন্ত লবণাক্ততা সহনশীল এই জাত উপকূলীয় অঞ্চলের জন্য উপযোগী এবং এতে রয়েছে উচ্চ ফলন ও প্রোটিন। দ্রুত পরিপক্ব হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা ও বেশি খড় উৎপাদনের কারণে এটি পশুখাদ্য হিসেবেও কার্যকর। জাতীয় বীজ বোর্ড অনুমোদিত এই জাত স্বাভাবিক মাটিতে হেক্টরপ্রতি ৪.৫ টন এবং লবণাক্ত মাটিতে ৩.৭৫ টন ফলন দেয়। গবেষকদের মতে, এটি দেশের খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীল কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।