Web Analytics

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে নাটকীয়ভাবে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের ৭০ মিনিটে বুকায়ে সাকার কর্নার থেকে আত্মঘাতী গোলে এগিয়ে যায় গানাররা। শেষ মিনিটে নাইজেরিয়ার তোলু সমতাসূচক গোল করলেও ইনজুরি টাইমে (৯০+৪ মিনিটে) উলভস ডিফেন্ডার মস্কেরার মাথায় লেগে বল জালে জড়ালে জয় নিশ্চিত হয় মিকেল আর্তেতার দলের।

অন্যদিকে, ইনজুরির পর লিভারপুলের হয়ে মাঠে ফিরেছেন মোহামেদ সালাহ। ২৬ মিনিটে বদলি হিসেবে নেমে সতীর্থ হুগো একিতিকের গোলে অবদান রাখেন তিনি। একিতিকের জোড়া গোলে অ্যানফিল্ডে ২-০ ব্যবধানে ব্রাইটনকে হারায় লিভারপুল। সালাহর এই অবদান নিয়ে লিভারপুলের হয়ে তার মোট গোল-অবদান দাঁড়াল ২৭৭, যা ওয়েইন রুনির এক ক্লাবের হয়ে সর্বাধিক গোল-অবদানের রেকর্ড ছাড়িয়ে গেছে। চেলসি ঘরের মাঠে এভারটনকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে। ফরাসি লিগে মেটজকে হারিয়ে শীর্ষে উঠেছে পিএসজি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।