Web Analytics

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

বৈঠকে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতোমধ্যে সিঙ্গাপুরে পৌঁছে হাদির চিকিৎসা তদারকি করছেন। চিকিৎসকরা তার ব্রেনস্টেমে আটকে থাকা গুলির অংশ অপসারণের জন্য জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।

সরকারের প্রেস উইং নিশ্চিত করেছে যে হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। তার দুই ভাই সিঙ্গাপুরে রয়েছেন এবং পরিবারের আরও সদস্য সেখানে যাচ্ছেন। বিষয়টি নিয়ে ঢাকা ও সিঙ্গাপুরে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।