Web Analytics

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গ্রাহকদের সেবা সহজীকরণের লক্ষ্যে ই-সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহাপরিচালক এস এম ফেরদৌস আলম সফটওয়্যারটির উদ্বোধন করেন। বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের অর্থায়ন ও অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের কারিগরি সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা eservice.bsti.gov.bd লিংকে গিয়ে অনলাইনে আবেদন, পেমেন্ট, যাচাই-বাছাই, পরিদর্শন, নমুনা সংগ্রহ, পরীক্ষার ফি প্রদান এবং লাইসেন্স গ্রহণের সব ধাপ সম্পন্ন করতে পারবেন। বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস (বিডিএস) ক্রয়ও সম্ভব হবে। পর্যায়ক্রমে মেট্রোলজি, এমএসসি, কেমিক্যাল ও ফিজিক্যাল ল্যাব টেস্টসহ অন্যান্য সেবাও এই সফটওয়্যারে যুক্ত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।