বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে ভিড় করেন হাজারো মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরের সামনে ফুল হাতে, চোখে অশ্রু নিয়ে সর্বস্তরের মানুষ দোয়া ও কোরআন তিলাওয়াতে অংশ নেন। পুরো এলাকা পরিণত হয় এক শোকাবহ পরিবেশে, যেখানে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই উপস্থিত ছিলেন।
জিয়ারতে আসা অনেকেই খালেদা জিয়াকে সাহস, ত্যাগ ও আত্মসম্মানের প্রতীক হিসেবে বর্ণনা করেন। কেউ কেউ বলেন, তিনি বাংলাদেশের স্বার্থে আপসহীন রাজনীতি করেছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সদস্যসচিব খসরুজ্জামান খসরু ও মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীসহ অনেকে তার প্রতি শ্রদ্ধা জানান এবং তার আদর্শ ধরে রাখার অঙ্গীকার করেন।
গত বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। এর আগে বেলা তিনটার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।