‘নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে সংস্কারের আগে নির্বাচনের আয়োজন না করার দাবি জানিয়ে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে৷ বক্তারা বলেন, নোবেল বিজয়ী ড. ইউনূসকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, সুতরাং এ সরকারের মেয়াদকাল কতটুকু হবে তাও নির্ধারণ করবে জনগণ। জুলাই আন্দোলনের বিচার এখনো হয়নি৷ ষড়যন্ত্রকারীরা নীলনকশা করছে আর কেউ কেউ আছেন নির্বাচন নিয়ে। তারা বলেন, সংস্কার না করে আমাদের রক্তের ওপর দিয়ে নির্বাচন দিতে হবে। আমরা অনেক বছর নির্বাচনের অপেক্ষা করেছি, আর কয়েক বছরও করতে পারব। সংস্কারের এ সুযোগ আমরা হাতছাড়া করব না। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হলে নির্বাচিত সরকারই আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে।