নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুর গ্রামে ব্যক্তিগত জমি দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। এনসিপির ফান্ড থেকে রাস্তায় ইট-বালু ফেলতে গেলে জমির মালিক মুরাদ হোসেন ও তার পরিবারের বাধার মুখে সংঘর্ষ বাধে। এতে মুরাদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজে এবং অন্য চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এক পক্ষ জমিকে ব্যক্তিগত দাবি করলেও অন্য পক্ষ তা জনসাধারণের ব্যবহৃত পথ বলে দাবি করছে। পুলিশ জানায়, পরিস্থিতি এখন স্বাভাবিক, উভয়পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।