Web Analytics

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান জানিয়েছেন, খালেদা জিয়া তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি দিয়েছেন। তিনি বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত বছরও খালেদা জিয়া সেনাকুঞ্জের সংবর্ধনায় অংশ নিয়েছিলেন, যা ছিল তার দীর্ঘদিন পর প্রথম প্রকাশ্য কর্মসূচি। এবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।