Web Analytics

জুলাই ঐক্য মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে জাতীয় পার্টি, ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানায়। দুপুর ১টা ৩০ মিনিটে সংগঠনটির নেতারা অতিরিক্ত সচিব এম আলী নেওয়াজের কাছে স্মারকটি জমা দেন। তারা অবৈধ অস্ত্র উদ্ধার এবং সংশ্লিষ্ট প্রার্থীদের অযোগ্য ঘোষণা করার আহ্বান জানান।

স্মারকলিপিতে জুলাই ঐক্য অভিযোগ করে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সরকার ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ১৪০০ জনেরও বেশি মানুষ হত্যার দায়ে জড়িত ছিল। তারা দাবি করে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রার্থীরা, বিশেষ করে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। সংগঠনটি আরও জানায়, প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারী প্রভাব বিদ্যমান, যা নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, রাষ্ট্র কোনো একটি দলকে ক্ষমতায় আনতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। জুলাই ঐক্য নির্বাচন কমিশনের প্রতি আস্থা পুনর্গঠনের আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।