ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা শনিবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত এই জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশ নেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, জামায়াতে ইসলামী শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুর রহিম নূরী। বক্তারা হাদির রাজনৈতিক ভূমিকা ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
দেশের বিভিন্ন স্থানে একই ধরনের জানাজা অনুষ্ঠিত হওয়ায় এটি হাদির প্রতি জাতীয় পর্যায়ে শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে।