Web Analytics

জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। তবে তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

শওকত মাহমুদ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সম্প্রতি গঠিত ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর মহাসচিব। এই দলের চেয়ারম্যান জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার এই নতুন রাজনৈতিক সম্পৃক্ততা ও অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে সাংবাদিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

ঘটনাটি রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত সাংবাদিক সংগঠনগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।