পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। ইমরানের তিন বোন অভিযোগ করেছেন, ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি না দিয়ে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। কারা কর্তৃপক্ষ ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইমরান খান জীবিত আছেন, সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তবে ইমরানের ছোট ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেছেন, পরিবারের কাছে তার বাবার জীবিত থাকার কোনও প্রমাণ নেই। তিনি অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে পরিবারকে অন্ধকারে রেখেছে এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ বন্ধ রেখেছে। কাসিম সতর্ক করে বলেন, ইমরানের নিরাপত্তা নিয়ে যে কোনও ঘটনার জন্য সরকার ও তাদের ‘হ্যান্ডলাররা’ দায়ী থাকবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইমরানের নিরাপত্তা নিশ্চিত ও পরিবারের সাক্ষাৎ পুনর্বহালের আহ্বান জানান। ঘটনাটি ঘিরে পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।