ঈদুল আজহার চারদিনের ছুটি শেষে ১০ জুন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। মাছ রপ্তানির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া। ৬ থেকে ৯ জুন পর্যন্ত সকল ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে আগেই ছুটির বিষয়টি জানানো হয়েছিল। ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির সময় যাত্রী চলাচলে কোনো বাধা ছিল না।