কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেস ক্লাব। ঘটনার সঙ্গে জড়িত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির এক নেতা প্রেস ক্লাবে গিয়ে দুঃখ প্রকাশ করেন। ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না। বিএনপি সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে।