বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি নেওয়া হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি-২০২-এ তিনি সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন বৃহস্পতিবার সকালে। উচ্চপর্যায়ের যাত্রীর উপস্থিতির কারণে ফ্লাইট অপারেশন, কেবিন সার্ভিস ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে অতিরিক্ত নজরদারি আরোপ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ছাড়া অন্যদের টার্মিনালে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। সম্ভাব্য যানজটের কারণে বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের আগেভাগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। ব্যস্ত সকালের আগমন সময়ের সঙ্গে এই ফ্লাইটের আগমন মিলে যাওয়ায় এয়ার ট্রাফিক, অ্যাপ্রন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তাৎক্ষণিক সমন্বয় অপরিহার্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অবতরণের পর তারেক রহমান পূর্বাচলে সংবর্ধনায় যোগ দেবেন এবং পরে গুলশানে যাবেন। পুরো প্রক্রিয়ায় নিয়মিত ফ্লাইট চলাচল ও যাত্রীসেবা নির্বিঘ্ন রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।