Web Analytics

দক্ষিণ সুলাওয়েসির মাকাসারে বিক্ষোভকারীদের লাগানো আগুনে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এই বিক্ষোভ শুরু হয়েছিল জাকার্তায় আইনপ্রণেতাদের বেতন, শ্রমিকের মজুরি, কর ও দুর্নীতিবিরোধী ব্যবস্থার প্রতিবাদে। পুলিশি যানবাহনের ধাক্কায় একটি রাইড-হেইলিং মোটরবাইক চালকের মৃত্যু হলে সহিংসতা বেড়ে যায়। বান্দুং ও জাকার্তা সহ প্রধান শহরগুলোতেও বিক্ষোভ দেখা দেয়, যেখানে লুটপাট ও অবকাঠামো ক্ষতির ঘটনা ঘটে। বিশ্লেষকরা এটিকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা বলছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।