বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেসএক্সের ইন্টারনেট সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল ১৮ জুলাই ঢাকা সফরে আসছেন। সফরকালে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগসহ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। সফরে আন্তর্জাতিক কৌশল পরিচালক রিচার্ড গ্রিফিথসও থাকবেন। সরকারের পক্ষ থেকে এই সফরকে ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় ইন্টারনেট পৌঁছে দিতে। ড্রেয়ার ও গ্রিফিথস ইউনূসের সঙ্গে সাক্ষাৎ, নার্সিং কলেজ পরিদর্শন, প্রেস কনফারেন্স ও হাতিরঝিলে আয়োজিত ড্রোন শোতে অংশ নেবেন। ১৯ জুলাই তারা বাংলাদেশ ছাড়বেন।