Web Analytics

আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে ঢাকার মেট্রোরেলে র‌্যাপিড পাশ ও এমআরটি পাশ কার্ডের অনলাইন রিচার্জ ব্যবস্থা চালু হচ্ছে। আগারগাঁও মেট্রোস্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উদ্যোগে তৈরি এই নতুন ব্যবস্থায় যাত্রীরা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক কার্ডসহ যেকোনো অনলাইন ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে ঘরে বসেই কার্ড রিচার্জ করতে পারবেন। অনলাইনে টাকা পরিশোধের পর স্টেশনে স্থাপন করা নতুন এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করলেই রিচার্জ সম্পন্ন হবে। পেমেন্ট গেটওয়ে ব্যবহারে অতিরিক্ত ফি প্রযোজ্য হবে এবং তিন মাসের মধ্যে রিচার্জ সক্রিয় না করলে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে টাকা ফেরত যাবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র স্থাপন করা হচ্ছে। বর্তমানে মেট্রোরেলের ৫৫ শতাংশ যাত্রী এই কার্ড ব্যবহার করেন, যা নতুন ব্যবস্থায় আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।