সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
স্বৈরশাসক শেখ হাসিনার বাসভবন গণভবন পরিদর্শন করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক পোস্টে লেখেন, ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। তিনি আরো লেখেন, “পতিত স্বৈরশাসকের শখের বালাখানা ‘গণভবনে’ গিয়েছিলাম আলামত সংগ্রহের জন্য। অনেক আলামত সংগ্রহ করেছি এখান থেকে। নমরুদ, ফেরাউন, মার্কোস, কিংবা বাশার আল আসাদের মতো শেখ হাসিনাকেও সাধের প্রাসাদ ছেড়ে পালাতে হয়েছে।ভবিষ্যতের স্বৈরশাসকরা এখান থেকে শিক্ষা নেবেন কি?” পোস্ট দেওয়া ছবিতে এলোমেলো নথিপত্র, আবর্জনা ছড়ানো ছিটানো দৃশ্য দেখা গেছে। দেয়ালে দেয়ালে লেখা দেখা গেছে ন্যায় বিচারের নানান দাবি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।