বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মার্কিন রাষ্ট্রদূতের আচরণ রহস্যজনক। বুধবার ঢাকা-১২ আসনে সিপিবি মনোনীত প্রার্থী কল্লোল বণিকের সমর্থনে এক পথসভায় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার এখতিয়ার বহির্ভূতভাবে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকার চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়া এবং পরবর্তী মন্ত্রিসভার জন্য অপ্রয়োজনীয় গাড়ি ও বাড়ি কেনার প্রস্তুতি নিচ্ছে।
রুহিন প্রিন্স সরকারকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মার্কিন রাষ্ট্রদূতসহ যে কোনো বিদেশি রাষ্ট্রের নির্বাচনি হস্তক্ষেপ থেকে দূরে থাকতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তিনি বলেন, ঢাকাকে বসবাসযোগ্য, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক শহর হিসেবে গড়ে তুলতে ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। কাস্তে মার্কার প্রার্থীরা বৈষম্য দূর করতে আইন প্রণয়নে ভূমিকা রাখবে এবং সুষ্ঠু ভোট ও ফলাফল ঘোষণার পরিবেশ নিশ্চিত করার দাবি জানাবে।
কল্লোল বণিক বলেন, সিপিবি শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করতে চায় এবং সংসদকে জনস্বার্থের প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়।