রাষ্ট্রীয় অতিথি ভবনে ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান হওয়া জরুরি। তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের এক বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র স্পষ্ট হচ্ছে। দলগুলোর নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন এবং নির্বাচনের আগে সর্বদলীয় বৈঠকের দাবি জানান। তারা সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।