Web Analytics

আগামী ২৮ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ–২০২৫’। কুরআন তিলাওয়াতের আন্তর্জাতিক প্রচার ও প্রসার বাড়াতে আয়োজিত এই সম্মেলনের উদ্যোক্তা আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’, পৃষ্ঠপোষক পি.এইচ.পি ফ্যামিলি এবং সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এতে অংশ নেবেন মিসর, তুরস্ক, পাকিস্তান, ইরান ও ফিলিপাইনের খ্যাতনামা কারিরা—শাইখ আহমদ আল জাওহারি, শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, কারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, কারি মাহদী গুলামনেজাদ ও কারি মুহাম্মদ নাইর আসফার। সম্মেলনের সভাপতিত্ব করবেন বিশ্বখ্যাত কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী। প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ ও ডিআইজি এজাজ আহমেদ। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত থাকবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।