Web Analytics

রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এমন সব শর্ত দিচ্ছে যা মস্কোর পক্ষে গ্রহণযোগ্য নয় এবং এর মাধ্যমে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার দায় রাশিয়ার ওপর চাপানোর চেষ্টা করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক ইজভেসতিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কিয়েভের এই কৌশল সময় নষ্ট করা এবং রাজনৈতিক ব্লাফ ছাড়া কিছু নয়। তিনি আরও দাবি করেন, ইউক্রেন ট্রাম্পের প্রস্তাবিত শান্তি কাঠামো পরিবর্তনের চেষ্টা করছে।

এই অভিযোগ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের তিন দিনব্যাপী শান্তি আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। তবে উভয় পক্ষই একমত যে, প্রকৃত শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে মস্কোর আন্তরিকতার ওপর।

বিশ্লেষকদের মতে, পারস্পরিক অবিশ্বাস দূর না হলে ভবিষ্যতের আলোচনাও প্রতীকী পর্যায়েই সীমিত থাকতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।