চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ ফারুক নামে এক যুবদল নেতাকে অপহরণ করে নির্যাতন ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জহির উদ্দীনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহারে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে আজিজনগর ইউনিয়নের যুবদল নেতা ফারুক তার বাবাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতালের নিচ থেকে জহিরসহ কয়েকজন তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে একটি বাসায় আটকে রেখে হত্যাচেষ্টা চালানো হয় এবং জোর করে স্বীকারোক্তি নিয়ে ইয়াবা ব্যবসায়ী সাজানোর চেষ্টা করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ফারুককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে জহির অভিযোগ অস্বীকার করেছে। আর ওসি মো. আরিফুর রহমান বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।