Web Analytics

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা তানজিদুর রহমান তানজিলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) ভোররাতে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকার মোল্লানগর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা। কুষ্টিয়ার দৌলতপুর থানার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে তানজিল (২৪) নিষিদ্ধ সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সভাপতি হিসেবেও অনুমোদন পান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ জানায়, তানজিল “ফ্যাসিস্ট আওয়ামী লীগের” হয়ে নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনায় জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকার কথাও স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছাত্রলীগের পরিকল্পিত দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে সাভার অঞ্চলের বিস্তারিত পরিকল্পনার তথ্যও জানা গেছে। পুলিশ বলেছে, এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তানজিলের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।