গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বাধায় অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করতে না পারায় উপত্যকার স্বাস্থ্যব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। মহাপরিচালক মুনির আল-বারশ আল জাজিরাকে বলেন, গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়েছে এবং হাজারো মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইল চিকিৎসা সহায়তা প্রবেশে বাধা দিয়ে চুক্তি লঙ্ঘন করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের প্রায় তিন-চতুর্থাংশই অনুপস্থিত। অস্ত্রোপচারের সরঞ্জাম, স্যালাইন, অবশ করার ওষুধ ও ডায়ালাইসিস সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি ঘাটতিও হাসপাতালগুলোর কার্যক্রম ব্যাহত করছে। গত দুই বছরে ইসরাইলি হামলায় অন্তত ১২৫টি স্বাস্থ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১,৭০০-র বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এটি ফিলিস্তিনি প্রশাসন গঠনের পর সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট। প্রায় চার হাজার গ্লকোমা রোগী অন্ধত্বের ঝুঁকিতে এবং চল্লিশ হাজারের বেশি বাস্তুচ্যুত অন্তঃসত্ত্বা নারী অস্বাস্থ্যকর আশ্রয়ে রয়েছেন।