Web Analytics

জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে সৃষ্ট গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার এই মেরামত কাজ শেষ হয়, যার ফলে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। লিকেজটি আমিনবাজার ডিআরএস থেকে উৎসারিত ১২ ইঞ্চি×৫০ পিএসআইজি লাইনে ঘটেছিল, যা নদীর গভীর দিয়ে ঢাকামুখী ছিল।

তিতাস গ্যাস জানায়, ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় লিক রিপেয়ার ক্ল্যাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে এই লাইন থেকে ঢাকার নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে এবং বাহ্যিকভাবে কোনো গ্যাস লিকেজ পরিলক্ষিত হচ্ছে না।

মেরামত সম্পন্ন হওয়ায় গ্যাস সরবরাহ দ্রুত স্থিতিশীল হচ্ছে এবং শিগগিরই পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।