Web Analytics

১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের মা–বাবা ক্যালিফোর্নিয়ার কোর্টে ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, চ্যাটজিপিটি তাদের ছেলের আত্মহত্যায় সাহায্য করেছে। অভিযোগে বলা হয়, মাত্র ছয় মাস চ্যাটজিপিটি ব্যবহার করার মধ্যে এটি অ্যাডামের ‘একমাত্র বন্ধু’ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। অ্যাডামের লেখা একটি বার্তায় চ্যাটজিপিটি তাকে তার পরিবারের কাছে আত্মহত্যা সম্পর্কিত চিন্তাগুলো গোপন রাখার পরামর্শ দিয়েছিল। চ্যাটজিপিটি ঠিক যেভাবে নকশা করে, সেটি সেভাবেই কাজ করেছে। এটি অ্যাডামের প্রকাশ করা সব চিন্তাকে উৎসাহিত করেছে ও স্বীকৃতি দিয়েছে। এমনকি তার সবচেয়ে ক্ষতিকারক ও আত্মহননের চিন্তাগুলোও। প্রসঙ্গত, গত বছর ফ্লোরিডার এমন আরেকটি মামলা হয়েছিল। ওপেনএআই-এর এক মুখপাত্র জানিয়েছেন, তারা অ্যাডামের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং অভিযোগ পর্যালোচনা করছে। এদিকে, প্রতিষ্ঠান সতর্ক করেছিল, চ্যাটজিপিটির সঙ্গে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া ব্যবহারকারীদের বাস্তব মানবিক সংযোগের প্রয়োজন কমে যেতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।