টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন, দিনশেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। নির্বাচনে যেকোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। তিনি বলেন, দীর্ঘ প্রক্রিয়ায় দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে দেশের অবকাঠামো পঙ্গু করে দেয়া হয়েছে। এক থেকে দেড় বছরে এই ভঙ্গুর অবকাঠামো ঢেলে সাজানো সম্ভব নয়। তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে। কিন্তু কমিশনের দেয়া প্রস্তাবনা ও সুপারিশের কোনো অগ্রগতি হয়নি। আরও বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার কোনো প্রতিফলন ঘটেনি। এছাড়া ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে জোর দেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।