বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’, যা আগামী ১ থেকে ৩ ডিসেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এই মেলার লক্ষ্য বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে সম্প্রসারণ করা। এতে বিশ্বের শীর্ষ আমদানিকারক, সোর্সিং প্রতিনিধি ও বাণিজ্য উন্নয়ন সংস্থাগুলো অংশ নেবে। পোশাকশিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, পাটজাত পণ্য, ইলেকট্রনিকস ও লাইফস্টাইল খাতের পণ্য প্রদর্শিত হবে। মালয়েশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও ব্যবসায়ী চেম্বার অংশগ্রহণ নিশ্চিত করেছে। মেলায় থাকবে বিশেষ বি-টু-বি সেশন ও ব্যবসা ফোরাম, যেখানে বিদেশি ক্রেতা ও দেশি উৎপাদকরা সরাসরি আলোচনা করবেন। বিশেষজ্ঞদের মতে, এই আয়োজন বাংলাদেশের রপ্তানি খাতের বৈচিত্র্য বাড়াতে, বিনিয়োগ আকর্ষণে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।