Web Analytics

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পরিকল্পনার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এই ধাপে ইসরাইল সীমান্ত থেকে লিতানি নদী পর্যন্ত অঞ্চল অন্তর্ভুক্ত ছিল এবং নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। সেনাবাহিনী আরও জানায়, ভবিষ্যতে এই নিরস্ত্রীকরণ কার্যক্রম লেবাননের অন্যান্য এলাকায়ও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, লিতানি নদীর দক্ষিণে পুরো এলাকা এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, যদিও সীমান্তের কাছে ইসরাইলের দখলে থাকা কিছু ভূখণ্ড এর বাইরে রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে দুর্বল হয়ে পড়লেও ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননের অন্য অংশে অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এক বছরের বেশি সময় ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরাইলের লেবাননের ভূখণ্ড থেকে সরে যাওয়ার কথা থাকলেও দেশটি এখনো সীমান্তবর্তী পাঁচটি কৌশলগত অবস্থান ধরে রেখেছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করা এবং হিজবুল্লাহর খনন করা সুড়ঙ্গ শনাক্ত করার কাজ চালিয়ে যাবে, পাশাপাশি ভবিষ্যতে সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে না পারে সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।