২০১৮ সালে ইস্তানবুলে নিহত সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হানান এলাত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে খাশোগির হত্যার বিচার দাবি করেছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এলাত বলেন, যুবরাজের উচিত তার সামনে এসে ক্ষমা চাওয়া এবং তার ক্ষতির দায়ভার নেওয়া। ট্রাম্পের সাম্প্রতিক ওয়াশিংটন সফরে যুবরাজকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। খাশোগি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন এবং ওয়াশিংটন পোস্টে সৌদি সরকারের সমালোচনামূলক লেখা লিখতেন। বাইডেন প্রশাসনের প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজই হত্যার অনুমোদন দিয়েছিলেন, যদিও ট্রাম্প তা অস্বীকার করেন। এলাত বলেন, ক্ষতিপূরণ প্রদান সৌদি সরকারের পক্ষ থেকে দায় স্বীকার ও ঘটনার চূড়ান্ত মীমাংসার প্রতীক হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।