Web Analytics

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ধনদেব বর্মন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফরের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনার পর নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) হাসপাতাল পরিদর্শনের সময় ঘটে যাওয়া এই ঘটনার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। রোববার তিনি সেই নোটিশের জবাবে ক্ষমা প্রার্থনা করেন বলে হাসপাতালের প্রশাসন নিশ্চিত করেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে হাসপাতালের সেবার মান, জনবল সংকট ও দায়িত্ব পালনের চাপ নিয়ে উভয় পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। ঘটনাস্থলেই মহাপরিচালক ডা. আবু জাফর ওই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন বলে জানা গেছে। এ ঘটনার পর চিকিৎসক মহলে প্রশাসনিক আচরণ ও কর্মপরিবেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এখনো জানায়নি, ক্ষমা প্রার্থনার পরও ডা. ধনদেব বর্মনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।